Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের পথে বাংলাদেশ, যেখানে ক্ষমতা জনগণের হাতে — ড. আবদুল মঈন খান

নরসিংদী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “আমরা এ দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি, গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি।” তিনি বলেন, “ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজ থেকে এক বছর আগে যে চূড়ান্ত আন্দোলন গড়ে উঠেছিল, সেটি ছিল বিএনপি ও অন্যান্য গণতন্ত্রকামী দলগুলোর টানা ১৫ বছরের সংগ্রামের ফল।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া ও তারগাঁও গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, “বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে জনগণ তাদের ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারবে। আর কেউ যেন আরেকজনের ভোট ছিনিয়ে নিতে না পারে, যেভাবে আওয়ামী লীগ করেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি সেই গণতন্ত্রের পক্ষে, যেখানে মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকে। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দেই না। আমরা জনগণের কথা শুনে, তাদের উপদেশ মেনে রাজনীতি করি। এটাই প্রকৃত গণতন্ত্র।”

ড. মঈন খান মনে করিয়ে দেন, ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি পলাশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি বলেন, “পলাশ সব সময়ই একটি শান্তিপূর্ণ এলাকা ছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। ভারতের বাবরি মসজিদ ভাঙার সময় আমি বিদেশে থাকলেও, সেখান থেকে নরসিংদীর এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছিলাম—পলাশে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কাউকে যেন সামান্যতম আঘাতও না পেতে হয়।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সাবেক রোমান ভূঁইয়া, চৌধুরী,বিএনপি নেতা শরীফ চৌধুরী থানা যুবদলের সাবেক কোষাধক্ষ্য বজলুল হক, বিএনপি নেতা শরীফ চৌধুরী, বিএনপি নেতা আবিদ বাবু,পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।