বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ১৯ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের পথসভায় জনগণের আস্থা অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে দল তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাড. রাজন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ খুলে দিয়ে দেশের মানুষকে আশার আলো দেখিয়েছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা তাঁদের সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি—এক নতুন যুগের দিকে।”
তিনি আরও বলেন, “সততা, তরুণ নেতৃত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা—এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়েই আমরা রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন দেখছি। জনগণের আস্থা ফিরে পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তাহলেই গণতন্ত্রের পথ আরও সুগম হবে, ইনশাআল্লাহ।”
দলীয় শৃঙ্খলা এবং জবাবদিহিতার বিষয় তুলে ধরে তিনি বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি এবং অসদাচরণের বিরুদ্ধে বিএনপি শুরু থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন, যা প্রমাণ করে যে বিএনপি দলের ভেতরেই সততা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দৃষ্টান্তই জনগণের আস্থা ফিরিয়ে আনার পথকে মজবুত করবে।”
তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে আমরা একটি আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এসব প্রতিশ্রুতির বাস্তবায়নেই রয়েছে আমাদের নেতৃত্বের লক্ষ্য ও অঙ্গীকার।”