দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে হঠাৎ করেই দেখা দিয়েছে একটি বিরল প্রাণী—মুখপোড়া হনুমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের প্রাচীরের ওপর বসে থাকতে দেখা যায় প্রাণীটিকে। এ খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে শত শত উৎসুক জনতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানটিকে দেখেই অনেকে খাবার নিয়ে হাজির হন। কেউ কলা, কেউ বিস্কুট, কেউবা কেক বা রুটি এগিয়ে দেন। আশ্চর্যের বিষয়, হনুমানটি মানুষের মতো করেই হাত বাড়িয়ে খাবারগুলো গ্রহণ করে খায়। অনেকেই এসময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, “হঠাৎ দেখি ভিড় লেগেছে। দাঁড়িয়ে দেখি প্রাচীরের ওপর একটি হনুমান বসে আছে। আমার ধারণা, এটি আশপাশের বন-জঙ্গল থেকে খাবারের সন্ধানে এসেছে।”
আরেক প্রত্যক্ষদর্শী মামুন জানান, “প্রায় ১৫ বছর আগে রাজশাহী চিড়িয়াখানায় এমন হনুমান দেখেছিলাম। এরপর আর চোখে পড়েনি। নিজের এলাকায় এমন প্রাণী দেখে খুবই আনন্দিত।”
ব্যবসায়ী আতাউর রহমান বলেন, “আমি কেক খাওয়াইছিলাম। অনেকেই বিস্কুট, কলা ও রুটি দিয়েছে। পুরোপুরি মানুষের মতোই খাচ্ছিলো সে। সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেছিলো, পরে রাত হলে হনুমানটি নির্জন স্থানে চলে যায়।”
এ বিষয়ে জানতে উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অপ্রত্যাশিত এই প্রাণীটির আগমন স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি আনন্দও ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিরল প্রজাতির এ প্রাণীর নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করতে বন বিভাগের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।