ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম সাইমন শরীফ (২১)। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সেনা ক্যাম্পের মেজর সোহেলের নেতৃত্বাধীন ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে ভাঙ্গা থানায় হস্তান্তর করে। এ সময় তার কাছ থেকে একটি বড় রামদা, একটি ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য সাইমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দেশীয় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে ভাঙ্গার কুমার নদে স্পিডবোটে উঠে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে একদল কিশোর গ্যাং সদস্য। ধারালো রামদা ও চাইনিজ কুড়াল উঁচিয়ে তারা মহড়া দেয় এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনা প্রকাশের পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকায় চাপ সৃষ্টি হয়।