সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দেবদাস সিংহ রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এনাম খা, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মোঃ জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন ও উপজেলা এনসিপি নেতা হাজি মোশারফ হোসেন।