একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সড়কে নিহত জেলা প্রশাসক কার্যালয়ের দুই জারিকারকের মৃত্যুর ঘটনায় ঘাতক প্রাইভেট কার চালক সোহাগকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল আদালতে ঘাতক প্রাইভেট কার চালক সোহাগকে প্রেরণ করা হয়েছে। আদালতের আনার বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ কতৃপক্ষ।
উল্লেখ্য শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হলেও তার সঙ্গে থাকা সবদর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।