একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্টে শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের আয়োজনে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তাওহীদের উদোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান। তিনি তার বক্তব্যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রুপরেখা তুলে ধরে বলেন, একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ক্রটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস স্বাক্ষী মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র সষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার।
তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় গণমাধ্যম ব্যক্তিত্ব,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ শিল্পী, শিক্ষক, কৃষক, শ্রমিক ও নারী কর্মীরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট
জেলা হেযবুত তওহীদের আমির আবু তাহের,দিরাই উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ।