Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে বিএনপির শোডাউন ও লিফলেট বিতরণ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকতের নেতৃত্বে বিশম্ভরপুর উপজেলায় এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মথুর কান্দি, পলাশবাজারসহ বিভিন্ন হাটবাজারে পথসভা ও জনসংযোগে তিনি অংশ নেন। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

আবুল মুনসুর শওকত বলেন, “গত ১৬ বছর ধরে একটি জালিম সরকারের অধীনে দেশের মানুষ চরমভাবে নিষ্পেষিত হয়েছে। ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার মামলা-হামলায় জর্জরিত হয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমিও ব্যক্তিগতভাবে বহু মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, কিন্তু দল ও জনগণের জন্য আমার সংগ্রাম থেমে থাকেনি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ দিয়েছেন, তা দেশের ভবিষ্যতের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর, কারণ আমরা বিশ্বাস করি – এই ৩১ দফাই দেশকে এগিয়ে নিতে পারে।”

এ সময় নেতাকর্মীদের উজ্জীবিত মনোভাব লক্ষ করা গেছে। শোডাউন ঘিরে এলাকায় সাধারণ মানুষের মাঝেও আলোচনার সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।