রাশেদ হাসান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ মুকসুদপুরে সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় এ মন্তব্য করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তবে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার(২০ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলা পৌরসভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সেলিমুজ্জামান বলেন- বিগত ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল তারাই দেশ থেকে জনগনের ভয়ে পালিয়েছে। যে সরকার পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না।
বিগতদিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি।আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারবো ইনশাল্লাহ।
পরিচিতি সভায় মুকসুদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ টুকু মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পৌর বিএনপি’র সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় অবায়ক মুরাদ আহমেদ মল্লিক, সদস্য সচিব কাইয়ুম মুন্সী প্রমুখ সহ বিএনপি ও অংঙ্গসংগঠন এবং মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।