Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখমুখি সং/ঘর্ষে নি/হত-১,শিশুসহ আ’হত-৩

Link Copied!

মোঃ মিজানুর রহমান, কালকিনি-ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।

নিহত নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা (পোড়াবাড়ী) এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মেয়েকে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।

এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় সামন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মস্তফাপুর হাইও পুলিশের সার্জেন্ট ছামি বলেন, দ্রুতগতির মাইক্রোবাসটি ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাকুরা পরিবহনের সহযোগিতায় মাইক্রোবাসটি মেলকাই নামক স্থানে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।