Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে খাদ্যবান্ধব চাল বিতরণে ওজনে কারচুপি, ক্ষুব্ধ উপকারভোগীরা

এ.কে. অলক, মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

এ.কে. অলক, মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে ২৬ থেকে ২৮ কেজি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ ভৌমিক নামের একজন ডিলারের মাধ্যমে ৩টি ওয়ার্ডের মোট ৪৮২ জন উপকারভোগীর মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। তবে গত ২১ সেপ্টেম্বর (রবিবার) সকালে সরেজমিনে উপকারভোগীদের বস্তা মেপে দেখা যায়—কোথাও ২৮ কেজি, কোথাও ২৬ কেজি চাল রয়েছে।

প্রতি মাসের সোমবার, মঙ্গলবার ও বুধবার চাল বিতরণের নিয়ম থাকলেও ডিলার একদিন আগে, রবিবার থেকেই বিতরণ শুরু করেন। উপকারভোগীরা অভিযোগ করেছেন—ডিলার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে নিয়মিত ওজনে কারচুপি চলছে, এতে হতদরিদ্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে ডিলার প্রকাশ ভৌমিক বলেন, ৫০ কেজির বস্তায় প্রতি ২ কেজি ঘাটতি থাকায় আমি ২৮ কেজি করে দিয়েছি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা দীপক কুমার মন্ডল বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীরা অবশ্যই ৩০ কেজি করেই চাল পাবেন। এখানে কোন ঘাটতি চাল বাদ দেওয়ার নিয়ম নেই। আমি সরেজমিনে দেখেছি ২৮ কেজি দেওয়া হয়েছে। এব্যাপারে ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।