Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুইদিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে গতকাল রবিবার থেকে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘নেটজ বাংলাদেশ’র অর্থায়নে মনিরামপুর পৌর শহরের মুনলিট ক্যাফে অডিটোরিয়ামে রিইব (রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ) এর হোপ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

মনিরামপুর সিএসও উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিএসও কমিটির সভাপতি অনুপমা মিত্র।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী। তিনি মানবাধিকার ও মৌলিক অধিকারের সংজ্ঞা, পার্থক্য এবং দৈনন্দিন জীবনে মানবাধিকারের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভানু রানী বলেন, “মানবাধিকার হলো প্রতিটি মানুষের সহজাত এবং অলঙ্ঘনীয় অধিকার, যা জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। এর মধ্যে জীবন ও স্বাধীনতার অধিকার, নির্যাতন থেকে মুক্তি এবং আইনের চোখে সমতা অন্যতম। মৌলিক অধিকার নির্দিষ্ট দেশের সংবিধান দ্বারা স্বীকৃত ও আদালতে বলবৎযোগ্য, যেখানে মানবাধিকার একটি সার্বজনীন ধারণা।”

অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ থেকে হাতে-কলমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং মানবাধিকার সুরক্ষায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন।

আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণ সমাজে মানবাধিকার সচেতনতা বাড়াতে এবং সকলের জন্য উন্নত ও ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।