Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে অর্থ জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

মাসুদুর রহমান খান ভুট্টু, লক্ষ্মীপুর
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান খান ভুট্টু, লক্ষ্মীপুর


লক্ষ্মীপুরে অর্থ জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার, সেনাবাহিনীর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়েজ হোসেন, মো. হৃদয়, মো. সোহেল ও শিহাব উদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিম কার্ড, ডেক্সটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা বিকাশ ও নগদ প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে তারা প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। অভিযানকালে মোট ২৭টি মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯,৩৪০ টাকা, ১০টি চেক বই, ডেবিট কার্ড ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।