আজাহার আলী, বগুড়া
“ধর্ম যার যার, বাংলাদেশ সবার”—এই মূলমন্ত্রকে ধারণ করে বগুড়ার আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া ট্রেড সেন্টারের কর্পোরেট অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে চেয়ারম্যান আলাল বলেন, “আকবরিয়া লিমিটেড একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী স্বীকৃতি পেয়েছে। এ দেশের প্রতিটি নাগরিকই আমাদের পরিবারের অংশ। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও এ ধরনের মহতী কাজে কোনো কার্পণ্য করব না।”
তিনি আরও বলেন, “দেশ মায়ের মতো। তাই দেশের প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরিয়া লিমিটেডের ডিএমডি আরমান খোসাইন, রাজিব আহসান সিজার, ডিরেক্টর আশিক ইবনে হাসান, আদনানুল ইসলাম, আল-আমিন ইবনে হাসান, এফসিএমএ মো. হারুন-উর-রশিদ, সিএফও মোহাম্মদ আরিফ হাসান, এজিএম দিপক কুমার কুন্ডু, অডিট অফিসার বিশাল চাকী, জুনিয়র অডিটর দিবাকর দাস দিপুসহ আরও অনেকে।

