কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় হাতিয়র কামিল মাদ্রাসার এক শিক্ষকের ওপর বেধরক মারধরের ঘটনায় ভ্রাম্যমান আদালতে দুই ভাইকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে কালাই আহলে হাদীস মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসায় শিক্ষার্থী মৌসুমী আক্তারের স্বামী আব্দুল্লা আল মাহমুদ (৩৮) ও তার ছোট ভাই নুর মোহাম্মদ ওরফে নুরনবী (৩৫) সহকারি অধ্যাপক মাওলানা সেলিম রেজার ওপর হামলা চালান। সকালে কাগজপত্র ফেরত দেওয়া নিয়ে মাদ্রাসায় তর্ক-বিতর্কের জেরে বিকেলে তারা মার্কেটে সেলিম রেজাকে ঘেরাও করে মারধর করেন। এতে তার হাত ভেঙে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তদের মার্কেটে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ভাইকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আহত শিক্ষকের প্রতিনিধি শামীম আহম্মেদ বলেন, “সেলিম হুজুরের অবস্থা ভালো নয়। শুধু কারাদণ্ড নয়, তাদের দোকানঘরও বরাদ্দ বাতিল করতে হবে।”
মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। মাদ্রাসার পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর থেকে মার্কেট বন্ধ রাখা হয়েছে।

