Nabadhara
ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

শেরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বেদখল ও চাঁদাবাজির অভিযোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম (৪০)।

 

অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল জাহিদুল ইসলাম বাতিয়াগাঁও গ্রামের শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী সহ কিছু লোক এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ার ফলে গত শনিবার তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এবং বাদীকে মারপিটের হুমকি দেয়।

 

জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।