শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে বারো লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত চলা এ অভিযানে বিজিবি ৬টি গরু, বিপুল পরিমাণ বিদেশি প্রসাধনী ও একটি মোটরসাইকেল জব্দ করে।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী, নলকুড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় ৬টি গরু, ৬১৪ পিস জনসন বেবি লোশন, ৫০ হাজার পিস জিলেট ব্লেড এবং একটি মোটরসাইকেলসহ মোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়।
তিনি আরও জানান, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ময়মনসিংহ-শেরপুর সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।