বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
যমুনা, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন থেকে রক্ষায় জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ভাঙন কবলিত পোল্লাকান্দি মধ্য পাড়া এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ৫ টি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মাহমুদ উন্নবী উজ্জল, সমাজ সেবক মুছা আলম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, শিক্ষক সাইফুল ইসলাম, গৃহিনী ফরিদা বেগম ও ছালিমন বেগম।
বক্তারা দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর গ্রাম থেকে ফারাজী পাড়া গ্রাম পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে এলাকবাসীকে রক্ষা করতে সরকারের হস্তক্ষেপ করেন।