Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি, পুলিশ সুপার

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। সোমবার সন্ধ্যায় পরিদর্শনকালে তারা নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) মো. হানিফ মিয়া।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শারদীয় দুর্গোৎসবের আজ দ্বিতীয় দিন। সুনামগঞ্জে উৎসব মুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন হচ্ছে।

পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা নিরাপত্তা জোরদার করেছি। আমাদের পুলিশ এবং আনসার বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। এছাড়াও সাদা পোশাকধারী এবং মোবাইল পার্টি আছে। আমরা আশা করছি, খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব শেষ করতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।