ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে বাবুল মিয়া নামে এক আনসার সদস্যকে আটক করে বিক্ষোভ করেছেন তৌহিদি জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলসিন্দুর মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন আগে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য বাবুল মিয়া নিজ এলাকায় এক চায়ের দোকানে বসে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন। মঙ্গলবার সকালে কলসিন্দুর বাজারে তাকে দেখে মাদ্রাসার কয়েকজন ছাত্র বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ছাত্ররা তাকে ধরে মাদ্রাসায় নিয়ে আটকে রাখে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার। এ সময় তৌহিদি জনতা বিক্ষোভ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে পরিস্থিতি শান্ত হলে আনসার সদস্য বাবুল মিয়াকে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, “অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”