Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জমি লিখে নেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

পিরোজপুর প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক চা-দোকানির জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে আলোচিত সমবায় সমিতির পরিচালক ও স্থানীয় স্কুলশিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তে নেমেছে উপজেলা সমবায় অফিস।

 

উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি নোটিশ জারি করে মিজানুর রহমানকে তদন্ত কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। নোটিশে আগামী ৫ অক্টোবর বেলা ১১টায় সমিতির নিবন্ধিত কার্যালয়ে ভুক্তভোগী চান মিয়াসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় দালিলিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি বলেন, “যারা সমবায় সমিতির লাইসেন্স নিয়ে ব্যাংকের মতো ব্যবসা চালাচ্ছেন এবং অবৈধভাবে ডিপিএস সংগ্রহ করছেন, যা সমবায় আইনের লঙ্ঘন—তাঁরা সমবায় সমিতি চালাতে পারবেন না। ইতিমধ্যে আইন লঙ্ঘনকারী অনেক সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষক মিজানুর রহমানের সমিতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, উপজেলার আলকিরহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে সমবায় সমিতির আড়ালে চড়া সুদে ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। তিনি নেছারাবাদের ৭০ নম্বর পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।