চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গতরাতে (৩০ সেপ্টেম্বর) হাটহাজারী থানার আমানবাজার থেকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। সাইফুল বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার সাইফুল রাঙামাটি জেলার লংগদু থানার ওসমান গণির ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার হাশিমপুর-ধোপাছড়ি সড়কের ৩ নাম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় এ যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালকের হাত-পা বেঁধে সিএনজি ছিনতাই করে। ঘটনার পর থেকেই চন্দনাইশ থানার পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন কঠোর নজরদারির মাধ্যামে অবশেষে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। সাইফুল বিভিন্ন সময় নিজেকে ইটালি প্রবাসী সহ বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল।
ছিনতাই করা সিএনজি নিদ্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করে বলেও স্বীকার করে। সে চারটি মামলা ছাড়াও চালক হত্যা মামলা সহ কয়েকটি মামলায় সন্দিগ আসামি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে, সে অত্যন্ত ধূর্ত দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।