Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিশ্ব লায়ন্স দিবস ও অক্টোবর সেবা কর্মসূচি উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব লায়ন্স দিবস ও সাত দিনব্যাপী অক্টোবর সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

“দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১ অক্টোবর) সকালে লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির উদ্যোগে শহরের আলিপুর লাভলু সড়কে অবস্থিত লায়ন্স চক্ষু হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। ঘোড়ার গাড়ি, পিকআপসহ বিভিন্ন বাহন নিয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

 

পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সপ্তাহব্যাপী সেবামূলক বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, গরিব ও অসহায় রোগীদের জন্য চক্ষু ক্যাম্প, মানসিক স্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক আলোচনা, মানবাধিকার ও জনকল্যাণমূলক কর্মসূচি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ, এবং গরিব অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ। এসব কর্মসূচি ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

 

লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির সভাপতি লায়ন্স অনু বিনতে করিম ও সাধারণ সম্পাদক লায়ন্স সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর লায়ন্স ক্লাবের লায়ন্স মোহাম্মদ মহসিন শরীফ, লায়ন্স একেএম শামসুল আলম, লায়ন্স মশিউর রহমান জাদু মিয়া, লায়ন্স মোস্তাফিজুর রহমান লাভলু, লায়ন্স রাহাত হাসান, লায়ন্স পারভেজ শেখ, লায়ন্স সুমন মিয়া, লায়ন্স সুলতানা মাহমুদ খান, লায়ন্স পারভেজ সাজ্জাদ, লায়ন্স এসএম দুলাল, লায়ন্স এমডি জাহিদুল হাসান, লায়ন্স মহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।