নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪) , নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মূল মাদক কারবারি দুইজন ও তাদের সহযোগী একজন শিশুসহ মোট ৩ জনকে আটক করেন। পরবর্তীতে জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।