শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আশ্রয়ণ কেন্দ্রের ১০ টি ঘর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ঘরগুলোতে বসবাসকারী ১০টি পরিবার বাধ্য হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১ নং আশ্রায়ন কেন্দ্রে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে সব পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তারা জীবন নিয়ে ঘর থেকে বের হতে পারলেও কোন কিছুই বের করতে পারেনি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মোঃ আঃ বাছেদ জানান, রাত সোয়া ৩ টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপন আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শার্ট সার্কিট হতে এ আগুনের সূত্রপাত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের ১০ টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘরের মধ্যে থাকা সকল জিনিসপত্র পুড়ে ধ্বংস হয়ে গেছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়া জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছেন কেউ কেউ। কেউ কেউ নিজের শেষ সম্বল হারিয়ে আহাজারি করছেন। আবার পরিবারের ছোট্ট শিশু শিক্ষার্থী স্তুপ থেকে তার পড়ার বই খুঁজে বের করছেন।
আশ্রয়ণের বাসিন্দা ফুলচাঁদ সরদার ও সাহেদা বেগম জানান, তারা নিজ নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন।। রাত তিনটার দিকে তাদের শেডে আগুন লাগলে অনেকে চিৎকার চেচোমেচি করতে থাকেন। আগুনের উত্তাপ শরীরে লাগলে তখন তারা সবাই এক কাপড়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘরের কোন কিছুই বের করা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ক্ষতিগ্রস্ত আশ্রায়ন কেন্দ্রে ছুটে যান।।এ সময় তিনি প্রত্যেক পরিবারের মাঝে ১ বস্তা করে চাউল, শুকনো খাবার, ১০ টি শাড়ি কাপড় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়া ত্রাণ সহায়তার জন্য তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছেপাঠানো হয়েছে।