Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় মেলা বন্ধ করে দিলেন, উপজেলা প্রশাসন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকায় আয়োজিত অবৈধমেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এবং থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মেলা স্হলে গিয়ে সংশ্লিষ্টদের মেলা বন্ধের আদেশ দেন।

বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে এখানে মেলার আয়োজন করে আসছিলেন স্হানীয়রা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে দেশে এবার কোথায় মেলা বসতে পারবেনা। সে নিরা্দেশনার প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করা হয়েছে।

এলাকার কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, এ বছর দৌলতদিয়া রেলষ্টেশন এলাকায় আয়োজিত মেলায় ৩৫ টি দোকান বসেছিল। মেলায় বেচা-কেনাও বেশ জমে উঠেছিল। মেলাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মূহুর্তে এসে মেলা বন্ধ করে দেয়ায় সবার মাঝে অসন্তোষ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।