Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আগুনে নিঃস্ব ১০ পরিবারকে সহায়তা করলেন বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়া

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ১নং আশ্রয়ণ কেনে আগুনে পুড়ে যাওয়া ১০টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।

বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি সরজমিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পামে দাড়ান। এ সময় তিনি তাৎক্ষনিকভাবে তাদেরকে সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারকে ১ বস্তা করে চাউল, শুকনো খাবার, কাপড় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। সেইসাথে তিনি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় এ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী প্রভাষক ফরিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

এসময় এ্যাড. আসলাম মিয়া বলেন, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনার খবর শোনা মাত্রই আমি তাদের জন্য চাউল, শুকনো খাবার, কাপড় সহ কিছু নগদ অর্থ নিয়ে এসেছি। এছাড়াও আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো যেন এই আশ্রয়ণটি আপনাদের থাকার জন্য দ্রুত মেরামতের ব্যবস্থা করে দেন। তিনি আরও বলেন,, আমার সহধর্মিণী আজ আপনাদের কাছে সহযোগিতা নিয়ে চলে এসেছে, আপনাদের যে কোন সমস্যা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেস্টা করবো।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগলে মুহুর্তের মধ্যে সব পুড়ে যায়। এই শেডের ১০টি কক্ষে ১০টি পরিবার বসবাস করতো। তবে মঙ্গলবার রাতে সাতটি পরিবার ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে গেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেনি।

আগুনের খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের। এসব অসহায় দরিদ্র পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।