ফেনী প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৮ বছর ধরে বিএনপি দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে লড়াই করছে। তিনি বলেন, “আমরা মনে করি দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বিএনপি শেষ পর্যন্ত নিশ্চিত করবে দেশে নির্বাচন হবে অবাধ ও গ্রহণযোগ্য।”
বুধবার (১ অক্টোবর) রাতে সোনাগাজীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কাউকে নিষিদ্ধ করা বা বন্ধ করার বিষয়ে বিএনপি কিছু বলেনি। সরকার যেটি করছে বা বলছে সেটির জবাব আমরাই দিতে পারব না। আজকে আমাদের অনেক উপদেষ্টাও নানা মন্তব্য করছেন, কেন করছেন সেটিও তাদের বিষয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী ছিলেন, আছেন এবং থাকবেন। দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আমি এখানে এসেছি।”
এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের মাঝে উপহার বিতরণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভুঁইয়া, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের নেত্রী জুলেখা আক্তার, জান্নাতুল ফেরদাউস মিতা, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।