Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মৎস্য চাষিদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি 
অক্টোবর ২, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে মৎস্য খামারিদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মৎস্য চাষিরা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একাধিক মৎস্য খামার জবরদখল, লুটপাট, চাঁদাবাজি ও মাছ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া খামারের পাড় কেটে দেওয়াসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতির মুখে পড়েছেন তারা।

তারা জানান, গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে চরখোন্দকার এলাকায় দুর্বৃত্তরা এস্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দেয়, এতে প্রায় পাঁচ কোটি টাকার মাছ ভেসে যায়। স্থানীয়রা দুইজন এস্কেভেটর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তারা দাবি করেন, অজ্ঞাত সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের দিয়ে এসব কাজ করিয়েছে।

মৎস্য চাষিরা আরও জানান, ঘটনার পর তারা থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া সোনাগাজী সার্কেল অফিসে সালিশ বাণিজ্যেরও অভিযোগ তোলেন তারা।

চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।