ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ঘাটপাড়া এলাকার বাসিন্দা ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশ (২৭)-কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব-১ এর যৌথ দল।
বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক সাগর দাস গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হেরোইনসহ আটক হন সাগর দাস। ওই মামলায় তিনি তিন বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান এবং পলাতক থাকেন।
চলতি বছরের মার্চ মাসে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাব-১ এর সহযোগিতায় বুধবার রাতেই গাজীপুর থেকে সাগর দাসকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় তাকে ঘোড়াঘাট থানায় আনা হয় এবং পরে দিনাজপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।