Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের দ্রুত বিচার করা হবে –বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. হায়দার

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি একটি মিডিয়া বান্ধব দল। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে সাগর রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের দ্রুত বিচার আইনে বিচার করা হবে এবং জেলা উপজেলার সকল সাংবাদিকরা যাতে নিয়মিত নবম ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা পায় সে বিষয়টা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সমস্যা চিহৃিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মো. মাসুদউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এড. মো. আককাস সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ গোলাম আযম সৈকত, কর্নেল মোস্তাফিজুর রহমান, ব্যারিষ্টার মঈন ফিরোজী ও মোঃ রফিক হাওলাদারসহ উপজেলা বিএনপির নেতাকর্মিরা। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন দূর্গা মন্দির পরির্দশন করেন।

পরে রাতে রাজাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভার সভাপতিত্ব করেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান। এসময় প্রেসক্লাবের সদস্যসহ স্থানিয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।