Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
অক্টোবর ২, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কচুয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

গতকাল (বুধবার) তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক জেলা বিএনপি সভাপতি ও বর্তমান সদস্য এবং প্রধান সমন্বয়ক এম.এ. ছালাম, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, খাদেমুল নাসির আলাপ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জে বি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, অবসরপ্রাপ্ত উপসচিব স্বপন কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাবেক আহ্বায়ক আসাদুল ইসলাম পান্না, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ, বাংলাদেশ ব্যাংকের এজিএম কার্তিক চন্দ্র হালদার, সাবেক যুগ্ম আহ্বায়ক খান শহিদুজ্জামান মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন, পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নিরাময় ইন্দু হালদার, ফ্রন্টের সাধারণ সম্পাদক পার্থ হালদার, সদস্য সচিব গৌতম রায় মনাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কচুয়ার প্রতিটি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

এছাড়াও পূজা পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।