Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পূজা মন্ডপে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে পূজা মন্ডপে ডেকরেশনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে খাজরার পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (৪৫) দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি পশ্চিম ফটিকখালীতে বসবাস করছিলেন। তিনি ওই মন্ডপে ডেকরেটরের কাজে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি মন্ডপের ডেকরেশনের মালামাল খুলছিলেন। হঠাৎ অসতর্কতাবশত বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পাশাপাশি থাকা লোকজন তাকে মাটিতে ফেলে শরীরে ডলাডলি ও ম্যাসাজ করে রক্ত সঞ্চালনের চেষ্টা করেন, তবে প্রাণে রক্ষা করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মর্মান্তিক মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।