রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার রূপসায় দুর্গাপূজার বিসর্জনের শোভাযাত্রায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর উৎসবমুখর পরিবেশে নেমে আসে চরম বিভ্রান্তি ও শোক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত জাবুসা গ্যাস পাম্পের সন্নিকটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে জাবুসা মিলন মন্দির থেকে প্রতিমা নিয়ে রূপসা নদীর দিকে যাত্রা করছিলেন মন্দির কমিটির সদস্য, পূজারী, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিছিলটি জাবুসা গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী খুলনাগামী বাস— ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ — তাদের ওপর উঠিয়ে দেয়।
এ সময় রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ সদস্য ওদুদ হোসেন (২৮), মন্দিরের পূজারী সুপ্রিয়া রায় (৪৫) ও স্বেচ্ছাসেবক মলয় রায় (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য তামিম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ শোভাযাত্রায় রাস্তা আংশিক নিয়ন্ত্রণ বা পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, দুর্ঘটনার পর মুহূর্তেই শোভাযাত্রার পরিবেশ বদলে যায়— ঢাক-ঢোল থেমে যায়, কাঁদতে থাকেন অংশগ্রহণকারীরা।
শান্তিপূর্ণ উৎসবের মাঝে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উৎসবের আনন্দ এক মুহূর্তেই রূপ নেয় কান্নায়।