Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান শুক্রবার জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তিনি ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ
ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ
সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন
,সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ এম রায়হান, সহ প্রমুখ।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন, তাদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে সক্রিয়, যা নিরপেক্ষ নির্বাচন গড়ার জন্য অপরিহার্য।

বাংলাদেশের জনগণ যখন নিজেদের নিরাপত্তাহীন মনে করে, তখন তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও প্রতিবাদে সক্রিয় হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।