মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় তৃপ্তি মন্ডল (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কৃষ্ণবাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাস কেটে বাড়ি ফেরার পথে প্রতিবেশী শংকর মল্লিক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় তৃপ্তি মন্ডলকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তাঁর মৃত্যু হয়।
নিহতা তৃপ্তি মন্ডল কৃষ্ণবাটি গ্রামের ভ্যানচালক অবনিশ মন্ডলের স্ত্রী এবং দুই সন্তানের জননী। অভিযুক্ত শংকর মল্লিক একই গ্রামের মুকুন্দ মল্লিকের ছেলে। তিনি বিবাহিত এবং তাঁরও একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃপ্তি ও শংকরের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সম্প্রতি শংকর তাঁকে বিয়ে করে ঘরে তুলতে চাইলে তৃপ্তি তার কাছে ভিটেবাড়ি লিখে দেওয়ার দাবি করেন। এতে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের স্বামী অবনিশ মন্ডল শুক্রবার সকালে মনিরামপুর থানায় শংকর মল্লিককে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শংকর পলাতক রয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।