নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল বিজয়া দশমীর দিনে আত্রাই নদীতে প্রতিমা প্রতিমা বিসর্জ্জনের সময় নদীতে পড়ে রনি চন্দ্র পাল (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রীজের দক্ষিণ পার্শে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার বিকেলে আত্রাই নদীর প্রেমতলী ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রনি পার্শ্ববর্তী মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে ও বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, নিহত রনি দূর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি কুঞ্জবন আসে। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সাথে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে নৌবাইচ উপভোগ করতে যায়। সে সময় রনি প্রান্তজিৎকে নিয়ে নদীতে পড়ে হাবুডুবু খেতে থাকে। সাঁতার না জানা রনিকে প্রান্ত তার সমস্ত শক্তি দিয়ে পানির উপর ভাঁসিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু রনি ভাঁসতেও পারছিলনা। আধাঘন্টা চেষ্টার পর অবশেষে রনি পানির নিচে তলীয় যাওয়া শুরু করে। রনিকে ছেড়ে না দিলে প্রান্ত নিজেও তলীয় যেতেন বলে জানা যায়। অবশেষে প্রান্ত তীরে আসার চেষ্টা করছে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যার্থ হন। আজ সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালান। অবশেষে মহাদেবপুর পুরাতন ব্রীজের দক্ষিণ পার্শে ও কেন্দ্রীয় শ্মশানঘাটির উত্তর পার্শ্বে থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের পর রনিকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দীর্ঘ প্রচেষ্টার পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আইনি প্রকৃয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।