Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন: বিএনপির দাবি ধর্মীয় সহনশীলতার প্রমাণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে এবার শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক প্রেসব্রিফিং করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার প্রতিটি পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। ফলে এবার দুর্গোৎসব অন্য যেকোনো বছরের তুলনায় আরও স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।”

তিনি আরও জানান, পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং সাধারণ পূজারীরা নিজেরাই জানিয়েছেন—এবারের পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল ও নিরাপদ। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যাও বেড়েছে।

এডভোকেট দিপু বলেন, “একটা ভ্রান্ত ধারণা ছিল যে, কেবল আওয়ামী লীগই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে। কিন্তু এবারের দুর্গোৎসব প্রমাণ করেছে, বিএনপিই প্রকৃতপক্ষে ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় আন্তরিক। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও বিএনপির প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।”

প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বিএনপি নেতা মো. শরিফুজ্জামান শিমুল, উদয়পুর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।