Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শিক্ষার্থী পুনর্মিলনীতে শরীফ উদ্দিন জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তি হলো তারুণ্যের শক্তি। আর এই শক্তি দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের প্রধান চালিকাশক্তি বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর (উত্তর) যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল। আজ শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর’ শীর্ষক শিক্ষার্থী পুনর্মিলনী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান আলোচক শরীফ উদ্দিন জুয়েল বলেন, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলোতে আমরা দেখেছি কিভাবে তরুণদের প্রতিবাদ ফ্যাসিস্ট ও মাফিয়া সরকারকে পরাজিত করেছে। আমাদের দেশেও তারুণ্যের সাহসিকতা একনায়কতন্ত্রের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে।
তিনি আরও বলেন, দৌলতপুরে গত ৫৪ বছরে যে পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি এই তরুণরাই তা এনে দিবে, দৌলতপুরের সমস্যা স্তরে স্তরে জমে আজ ‘মাউন্ট এভারেস্ট এর মতো বিশাল হয়ে উঠেছে।

তবে যখন তারুণ্য জেগে ওঠে, তখন সব অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। আমি এই তরুণদের সাথে নিয়ে দৌলতপুরে আমূল পরিবর্তনে আনবো ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেল এর সভাপতিত্বে শিক্ষার্থী পুনর্মিলনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সামাউল আলম, দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম ও তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশ। সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেয়।
উল্লেখযোগ্য অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা ও উচ্ছাসপূর্ণ পরিবেশে অনুষ্ঠাটি তারুণ্যের আশা, সম্ভাবনা ও নেতৃত্ব নিয়ে একটি অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।