Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার বর্নির বাওড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নির বাওড়ে শুক্রবার (৩ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের চিরচেনা উৎসব নৌকাবাইচ প্রতিযোগিতা। টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির এমন আয়োজনে স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি বলেন, “আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, ঘুরতে পারছি, নৌকা বাইচেও অংশ নিতে পারছি। আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম, আপনারাও আমার পাশে থাকবেন।”

 

তিনি আরও বলেন, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই। জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা স্বৈরশাসনকে পরাজিত করেছে। সেই স্বপ্ন বাস্তবায়ন এবং দেশে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে তারেক রহমানের নেতৃত্বেই।

 

জিলানী বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩১ দফা রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।”

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেন আরিফ শেখ, কুদরত বিশ্বাস, কবির গাজী, বীরেন্দ্র বিশ্বাস ও ফায়েক শেখের দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এস এম জিলানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এস এম তৌফিক, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।