Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ড: কিশোরকে কুপিয়ে হত্যা, মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় একজন কিশোর ও একজন যুবক নিহত হয়েছেন।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে। নিহত বিজয় হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মোবাইল নিয়ে সালিশি বৈঠকের পর মারধরের শিকার হন আব্দুর রহমান ওরফে শুক্কুর (৩৫)। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। শুক্কুর মৃত আব্দুল মান্নানের ছেলে।

উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, দুইটি হত্যাকাণ্ডেই তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।