Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। শনিবার (৪ অক্টোবর) সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।

টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনরতরা।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

নিয়োগবিধি সংশোধন,

শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন,

১৪তম গ্রেড প্রদান,

টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা,

বেতন স্কেল উন্নীতকরণসহ অন্যান্য যৌক্তিক দাবি।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “স্বাস্থ্য বিভাগের সর্বনিম্ন স্তরের কর্মচারী হিসেবে আমরা বারবার যৌক্তিক দাবি উত্থাপন করলেও তা কার্যকর হয়নি। ছয় দফা দাবি পূরণ না হলে আগামী ১২ অক্টোবর থেকে আমরা টিকাদান কর্মসূচি (টিসিবি টিকা ও ইপিআই) বন্ধ রাখব এবং অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাব।”

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুরাদ বলেন, “আমাদের ছয় দফা দাবি মেনে নিলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরতে পারব। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণার আহ্বান জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।