বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির প্রেক্ষিতে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনকারীরা জানান, সরকারের ঘোষিত বিধি অনুযায়ী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্বে নিয়োগ, ইন-সার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট দফা দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। তবে এসব দাবি বাস্তবায়িত না হওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে গিয়েছেন।
কর্মবিরতির কারণে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি, এপিআই প্রোগ্রাম ও বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এতে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম আমিরুল ইসলাম বলেন আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের বিষয়ে সরকার কোনো আশ্বাস না দিলে এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে উপজেলার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হবে।
৬ দফা দাবি নিয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বাবুগঞ্জ উপজেলা শাখার এ কর্ম বিরতি পালনকালে এর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমুন নাহার,
সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য সহকারী মোঃ জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ আনিসুজ্জামান, স্বাস্থ্য সহকারী মোঃ জহির উদ্দিন রাজু, মোঃ আল-আমিন, মোসাম্মৎ নাজমুন নাহার সুমি, বিপুল চন্দ্র দাস, মেহেরুন্নেসা মনি, ঝুনু হালদার, কানিফ ফাতেমা, উম্মে রুম্মান, মহিউদ্দিন প্রমূখ।