Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন। এছাড়া বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান।

 

উপজেলার মাধ্যমিক পর্যায়ে গত এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৬৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

আয়োজক আবু ইউসুফ মো. মাহবুবুর রহমান বলেন, “শুধু এ বছর নয়, গত পাঁচ বছর ধরে আমরা এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়ে আসছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।