রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিশাল যুব সমাবেশ, যা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তরুণ প্রজন্মের রাজনৈতিক উদ্দীপনার এক মহোৎসব হিসেবে বিবেচিত হবে।
তেরখাদা উপজেলা সদর এলাকা ইতোমধ্যে রঙিন ব্যানার ও ঝলমলে ফেস্টুনে সজ্জিত হয়ে উঠেছে, যেন একটি উৎসবমুখর প্রাঙ্গণ।এই দৃশ্যের মাঝে নেতাকর্মীদের মুখে ফুটে উঠেছে এক উচ্ছ্বাসের হাসি,আর চোখে প্রকাশ পেয়েছে এক অনবদ্য প্রত্যয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবং খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলাল। তিনি জানান, “তেরখাদার তরুণ সমাজ আর ঘরে বসে থাকবে না। তারা ভোটাধিকার আদায়ের লড়াইয়ে প্রতিনিয়ত রাজপথে থাকবে। আজকের এই সমাবেশ তাদের ঐক্য ও দৃঢ়তার জোরালো প্রতিফলন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত, তিনি বলেন, “এই সময়ে যুবসমাজের সক্রিয়তা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। তেরখদার এই যুব সমাবেশ এ অঞ্চলের রাজনীতিতে শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।”
উপজেলা যুবদল আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির বলেন, “আমরা তরুণ সমাজের সাহস ও সক্রিয়তা তুলে ধরতে চাই। নির্বাচনের মাঠে আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যেই দৃঢ়তার সঙ্গে নেমে পড়েছে। গণতন্ত্র রক্ষার জন্য তারা যে দৃঢ়প্রতিজ্ঞ, সেটি আমরা এই সমাবেশে প্রমাণ করবো।”
সমাবেশের জন্য মাঠ সাজানো হয়েছে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঝলমলে আলোকসজ্জায়। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম এবং নিরাপত্তার সব ব্যবস্থা সুসজ্জিত ও পূর্ণতা পেয়েছে। দলের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।
স্থানীয় জনগণও এই সমাবেশকে গভীর আগ্রহ ও প্রত্যাশার সাথে গ্রহণ করছে। তারা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে যুবদলের এই বিশাল সমাবেশ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দেবে যা কেন্দ্রীয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার করবে। রাজনৈতিক বিশ্লেষকরা একমত যে, তেরখদায় এই সমাবেশ তরুণ নেতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে।
এভাবেই তেরখদায় যুবদলের এই বৃহৎ সমাবেশ প্রমাণ করবে, তরুণ সমাজ শুধুমাত্র প্রত্যক্ষ পর্যবেক্ষক নয়, বরং দেশের গণতন্ত্র রক্ষায় সাহসী ও দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলবে।