বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিডিও তৈরি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৫ টায় বাবুগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কামরুল হাসান সোহাগ বলেন, বিরোধী মত দমনে একটি প্রভাবশালী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে রহমতপুরে তার নামে ভুয়া বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠান দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি স্পষ্ট করে বলেন, রহমতপুরে আমার নামে কোনো কাউন্টার নেই, এটি আমার বিরুদ্ধে চরম অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।
সংবাদ সম্মেলনে কামরুল হাসান সোহাগ আরও বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও তাদের সহযোগীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আশা করি, সাংবাদিক ভাইয়েরা এসব মিথ্যা তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচার করবেন এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।