Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় আনসার সদস্যদের নিরাপত্তা তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। এবারের পূজায় ৩২১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছিল। তবে কিছু অপ্রত্যাশিত কারণে অন্তত ১০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি।

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুশান খাঁন জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ৩২১টি পূজা মণ্ডপের তালিকা প্রাপ্তির পর আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে কিছু মণ্ডপে পূজা অনুষ্ঠিত না হওয়ায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সেসব মণ্ডপে নিয়োগকৃত আনসার সদস্যদের দায়িত্ব বাতিল করা হয়।

 

এবারের পূজা আয়োজনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যদের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ছিল। প্রতিটি পূজা মণ্ডপে ৬ থেকে ৭ জন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পূজা অনুষ্ঠান সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

 

উল্লেখযোগ্য যে, যেসব মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি, তার মধ্যে রয়েছে:

১) বাগান উত্তর পাড়া অনিল সেন স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দির

২) মুশুড়িয়া গুরুদাস মার্কেট সার্বজনীন দুর্গা মন্দির

৩) বৈকুন্ঠপুর খাইটার কান্দি সার্বজনীন দুর্গা মন্দির

৪) নলুয়া ১১৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন দুর্গা মন্দির

৫) কুমুরিয়া দিলিপ বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির

৬) নলুয়া বিশ্ব শান্তি সেবাশ্রম সার্বজনীন দুর্গা মন্দির

৭) মধু বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির

৮) রুথিয়ার পাড় রায় বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির

৯) ভূপন বিশ্বাসের বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির

১০) পূর্ব বান্ধা বাড়ী ঠাকুর বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির

 

কোটালীপাড়া উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে, আগামীতে এমন পরিস্থিতি এড়াতে পূর্বপরিকল্পিতভাবে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব নির্ধারণ এবং তদারকি আরও কার্যকর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।