তালা (সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটা মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধনের পর তিনি সংগঠনটির সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার বিল্লাহ ফুয়াদ এবং সঞ্চালনা করেন সাঈদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী সরদার, সাবেক সেনা সদস্য আয়ুব আলী, সমাজসেবক রাজিন শেখ, হাফিজুর রহমান জোয়ার্দার ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল শেখ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫০টি পরিবারের মাঝে আম, মাল্টা ও লেবু সহ বিভিন্ন ফলজ গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
দিনব্যাপী আয়োজনে বিকেলে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা, যার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোকিত যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা এলাকার যুব সমাজকে উদ্বুদ্ধ করছে জনকল্যাণে অংশ নিতে।