স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীর বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক (ছিরু ফকির) (৮০) শনিবার ভোর সাড়ে ৪টায় ব্রেইন স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের মৃত আঃ কুদ্দুস ফকিরের ছেলে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৪ অক্টোবর) আসর নামাজের পর বড়বাড়িয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুম সিরাজুল হক ফকিরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদার, সাধারণ সম্পাদক সেলিম শেখ, দপ্তর সম্পাদক নাসির শেখসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।