তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে “শ্রমিক কল্যাণ ফেডারেশন”-এর প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আবু হুরায়রা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ আজিজুর রহমান, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আঃ হালিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোঃ রেজাউল করিম এবং সরুলিয়া ইউনিয়নের সেক্রেটারি মোঃ রেজওয়ান হোসাইন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণ নিশ্চিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শ্রমজীবী মানুষদের সার্বিক সহযোগিতা ও সংগঠিত করা সহজ হবে।